
টেক্সাস: স্কুল চলাকালীন ফের বন্দুকবাজের হামলা৷ গুলিতে প্রাণ হারাল মোট ২১ জন৷ জানা গিয়েছে, তাঁদের মধ্যে ১৮ জন পড়ুয়া ও ৩ জন প্রাপ্তবয়স্ক৷ ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসের উভালডে শহরে রব এলিমেন্টারি স্কুলে৷ ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷
These kinds of mass shootings rarely happen elsewhere in the world.
Why are we willing to live with this carnage? Why do we keep letting this happen? Where in God’s name is our backbone to have the courage to deal with it?
It’s time to turn this pain into action.
— President Biden (@POTUS) May 25, 2022
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে স্কুল শুরু হওয়ার পর গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ এরপরই মুহূর্তের মধ্যে হুলুস্থুল পড়ে যায় টেক্সাসের উভালডে শহরে রব এলিমেন্টারি স্কুলে৷ এক ১৮ বছর বয়সী কিশোর স্কুলে গুলি চালায়৷ গুলিতে মৃত্যু হয় ১৮ জন পড়ুয়া সহ ৩ ব্যক্তি৷ গুলিতে আহত হয়েছেন ২ পুলিশকর্মীও৷
বন্দুকবাজের নাম সালভাদোর রামোস৷ সে স্কুলের এলাকাতেই থাকত৷ সে কেন কী উদ্দেশ্যে স্কুলে চালিয়েছে সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি৷ তার কাছ থেকে একটি হ্যান্ডগান ও রাইফেল উদ্ধার করেছে পুলিশ৷ এছাড়াও তার কাছে শক্তিশালী ম্যাগাজিনও ছিল৷
স্কুলের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, ঘটনার সময় ৬০০ জন পড়ুয়া ছিল৷ মৃত পড়ুয়াদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে৷ আহতের সংখ্যা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা জায়নি৷ তাই আশঙ্কা করা যাচ্ছে মৃতের সংখ্যা পরে বাড়তেও পারে৷ ঘটনায় এলাকায় ও মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷