কলকাতা: ‘আমাদের অভিভাবিকা৷ আগামী ভারতের কাণ্ডারী৷’ কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত টুইটকে রি-টুইট করে এবার রাজ্য পুলিশকে তীব্র কটুক্তি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ রি-টুইটে শুভেন্দুর টিপ্পনি, ‘‘শাসকের আইন, আইনের শাসন নয়৷’’
কেন একথা বলছেন, টুইটে তার ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু৷ কলকাতা পুলিশকে টিপ্পনি কেটে টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘নিজেদের অনুভূতিকেই পোস্টারে তুলে ধরেছে কলকাতা পুলিশ৷ যা সবসময় স্পষ্ট ছিল।’’ একই সঙ্গে তাঁর টিপ্পনি, ‘‘সমালোচকরা এটাকে ডিপার্টমেন্টের দ্বারা নিষিদ্ধ রাজনৈতিক বাড়াবাড়ি বলতে পারে৷ তবে, এটি পশ্চিমবঙ্গের সত্য; ‘শাসকের আইন, আইনের শাসন নয়’।’’
শুভেন্দুর এহেন টুইটকে কেন্দ্র করে স্বভাবতই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ প্রসঙ্গত, এদিনই নন্দীগ্রামে দলীয় এক কর্মসূচি থেকে রাজ্য পুলিশকে শাসকের দলদাস বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু৷ অভিযোগ করেছিলেন, ‘‘আমাদের অনুষ্ঠানের অনুমতি পর্যন্ত দেয় না৷ বাধ্য হয়ে গাড়ির ওপর মঞ্চ করে কর্মসূচি করতে হচ্ছে৷’’ অভিযোগ করেছেন, ‘‘রাজ্য পুলিশ দাঁড়িয়ে থেকে শাসকের হয়ে ছাপ্পা মারে৷’’
এর কিছু পরেই কলকাতা পুলিশের নিজস্ব পেজ থেকে মুখ্যমন্ত্রীর ছবি সহ ‘আমাদের অভিভাবিকা৷ আগামী ভারতের কাণ্ডারী৷’ শীর্ষক পোস্ট করা হয়৷ তারপরই সেই পোস্টকে রি-পোস্ট করেছেন শুভেন্দু৷
আরও পড়ুন: Bratya Basu: এমন আচার্য থাকলে শিক্ষাজগতের অবস্থা সত্যিই ভয়াবহ হওয়ার কথা
আরও পড়ুন: রাজ্য পুলিশ দাঁড়িয়ে থেকে ছাপ্পা মারে: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ফের সরব Suvendu Adhikari