চার্জশিট পেশ এনআইএ-র: জেলে বসেই রেল যাত্রীদের অপহরণের ছক কষেছিল ছত্রধর

0
230
File Photo

কলকাতা: ২০০৯ সালের রেল দুর্ঘটনা কাণ্ডের প্রধান মাথা ছত্রধর মাহাতই৷ অবশেষে দুর্ঘটনার ১২ বছর পর আদালতে জমা দেওয়া চার্জশিটে এমনই দাবি করেছে এনআইএ৷ প্রসঙ্গত, ২০২০ সালে এই মামলার তদন্তবার নিয়েছিল এনআইএ৷

সূত্রের খবর: জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ৫০ পাতার চার্জশিট জমা দিয়েছে আদালতে৷ ছত্রধরের পাশাপাশি ওই নাশকতা কাণ্ডে নাম রয়েছে প্রয়াত মাও নেতা মাল্লেজুল্লা কোটেশ্বর রাও ওরফে কিষেণজি,শশধর মাহাত (ছত্রধরের ভাই) সহ ১৩ জনের৷

- Advertisement -

২০০৯ সালে ঝাড়গ্রামের কাছে সড়ডিহা স্টেশনে অদূরে রেল লাইনের প্যাণ্ড্রোল ক্লিপ খুলে নেওয়া হয়েছিল৷ যার জেরে দুর্ঘটনার কবলে পড়ে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস৷ মৃত্যু হয় একাধিক রেল যাত্রীর৷ জখম প্রায় শতাধিক৷ ওই ঘটনার তদন্তে নেমেছিল এনআইএ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দুর্ঘটনার সময় জেলেই ছিলেন তৎকালীন মাওবাদীদের সহযোগী সংগঠন জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাত৷

আদালত সূত্রের খবর: নিজেকে কারামুক্ত করতেই রেল নাশকতা ঘটিয়ে যাত্রীদের অপহরণের ছক কষেছিল মাওবাদীরা৷ কিন্তু দুর্ঘটনা ভয়াবহ আকার নেওয়ায় শেষ পর্যন্ত যাত্রী অপহরণের ছক বানচাল হয়ে যায় মাওবাদীদের৷

প্রসঙ্গত, দীর্ঘদিন কারাবাসের পর বিধানসভা নির্বাচনের আগে জেলমুক্তি ঘটেছিল জনগণের কমিটির প্রাক্তন নেতা তথা তৃণমূলের বর্তমান নেতা ছত্রধর মাহাত৷ যদিও ভোট মিটতেই গত ২৭ মার্চ তাঁকে গ্রেফতার করে এনআইএ৷