কলকাতা: হাতে মাত্র আর ১৫ দিন৷ জোরকদমে চলছে প্রচার পর্ব৷ কিন্তু প্রার্থী কই? উঠছে প্রশ্ন৷
কলকাতা কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড৷ বিদায়ী কাউন্সিলর তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডা: শান্তনু সেনকে এবারে আর প্রার্থী করেনি দল৷ প্রার্থী করা হয়েছে তাঁর স্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক কাকলী সেনকে৷ কিন্তু তিনি কই? প্রচারে তো কাকলী দেবীর পরিবর্তে দেখা মিলছে তাঁর স্বামী তথা এলাকার বিদায়ী কাউন্সিলর শান্তনুবাবুকে! এমনকি দলনেত্রীর পাশাপাশি শান্তনুবাবুর নামেও উঠছে জয়োধ্বনি! সাকুল্যে ২ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ যার জেরেই বিতর্কের সূত্রপাত৷ প্রশ্ন উঠছে, প্রার্থী কে?
কারণ,ভিডিওয় দেখা যাচ্ছে চোখে সান গ্লাস, পরণে পাজামা-পাঞ্জাবি৷ জোর হাত করে ভোট ভিক্ষে চাইছেন ডা: শান্তনু সেন৷ স্বভাবতই বাসিন্দারা নিজেদের মধ্যে মুখ চাওয়া চাইয়ি করে একান্ত আলোচনায় বলছেন, ‘‘আরে প্রার্থী কে! এবারে তো শান্তনুকে দল টিকিট দেইনি৷ প্রার্থী তো ওঁনার স্ত্রী! তাহলে কি বকলমে শান্তনুবাবুই প্রার্থী?’’
শান্তনুবাবু বা তাঁর স্ত্রীর অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে রাজনৈতিক মহলের মতে, পরিবারতন্ত্রের জমানা অতীতেও ছিল, এখনও আছে৷ বরং এখন আরও বেশি করেই রয়েছে৷ এই ঘটনা তারই প্রমাণ৷
ভিডিওয় দেখা যাচ্ছে, এলাকা দিয়ে এগিয়ে চলেছে তৃণমূলের প্রচার মিছিল৷ মিছিলের পুরোভাগে জোর হাত করে বাসিন্দাদের কাছে ভোট ভিক্ষে চাইছেন শান্তনুবাবু৷ পিছন থেকে মাইকে অ্যানাউন্স ভেসে আসছে, ‘ শান্তনু সেনের উন্নয়নের ধারাকে বজায় রাখতে, শান্তনু সেনের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ডা: কাকলী সেনকে ভোট দিন৷ ডা: কাকলী সেন আপনাদের কাছে ভোট চাইছেন!’
যা দেখিয়ে স্থানীয় এক বাসিন্দার মন্তব্য, ‘‘সবাই সবটা বুঝতে পারছে৷ কিন্তু সামনে বলার মতো সাহস তো কারও নেই৷ কি আর করা যাবে, পরিবারতন্ত্রের শিকড় আগেও ছিল, এখনও রয়েছে৷ বরং এখন তা আরও প্রকট৷’’
আরও পড়ুন: কোভিড কেড়েছে বাবাকে, শেষ শ্রদ্ধা জানাতে সাইকেলে গোমুখ থেকে গঙ্গাসাগরে সংগীতশিল্পী Shantanu Moitra
আরও পড়ুন: তিনদিনের মুম্বই সফরে দিদি, দেখা করবেন Shah Rukh Khan এর সঙ্গেও