
খাস ডেস্ক: ফের ভূমিকম্পের (Earthquake) জেরে কেঁপে উঠল উত্তর ভারতের এই প্রান্ত। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে বৃহস্পতিবার রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.২। পাশাপাশি মাটির নীচে ১০ কিমি পর্যন্ত অবস্থান ছথিল ভূমিকম্পের (Earthquake)।
বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/
Earthquake of Magnitude:3.2, Occurred on 19-01-2023, 12:04:14 IST, Lat: 33.21 & Long: 75.72, Depth: 10 Km ,Location: Doda, Jammu and Kashmir, India for more information Download the BhooKamp App https://t.co/ElqlAyidmJ@Dr_Mishra1966 @Ravi_MoES @Indiametdept @ndmaindia pic.twitter.com/jIj0pziZaF
— National Center for Seismology (@NCS_Earthquake) January 19, 2023
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২:০৪ মিনিটে জম্মু ও কাশ্মীরের ডোডা অঞ্চলে ভূমিকম্প (Earthquake) হয়। তখন রিখটার স্কেলে ভূমিকম্পের (Earthquake) মাত্রা ছিল ৩.২। ভূমিকম্পের গভীরতা ছিল মাটির নিচে ১০ কিলোমিটার। সম্প্রতি ট্যুইটে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
আরও পড়ুন-ধর্মীয় স্লোগান দিয়ে রেল স্টেশনে যাত্রীর ওপর হামলা, ভাইরাল ভিডিও
যদিও এখনও পর্যন্ত এ ঘটনায় কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, এর আগে, ৮ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেদিন ভূমিকম্পটি (Earthquake) ১১.১৫ টায় হয়েছিল, যা গভীরতা ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে ছিল।
সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor