২ কোটি টাকা খরচ করে ‘বৈদিক ভিলেজে’ ১৫০টি কটেজে হবে বিজেপির প্রশিক্ষণ, অর্ন্তদ্বন্দ্ব গেরুয়া শিবিরে

0
72
BJP

কলকাতা: প্রশিক্ষণ শিবিরকে কেন্দ্র করে প্রকাশ্যে এল বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব৷ আগামী ২৯ অগাস্ট থেকে শুরু হবে গেরুয়া শিবিরের প্রশিক্ষণ৷ চলবে টানা তিন দিন৷ এই প্রশিক্ষণ শিবির হিসেবে পূর্ব ভারতের অন্যতম বিলাসবহুল রিসর্ট রাজারহাটের বৈদিক ভিলেজকে বেছে নিয়েছে বিজেপি৷

তাদের এই শিবিরের কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতির মহলে জল্পনা তৈরি হয়৷ কারণ এই হোটেলটি সেভেন স্টার৷ যার মধ্যে আছে সুইমিং পুল, স্পা-সহ বিলাসিতার যাবতীয় উপকরণ৷ তিন দিনে যার খরচ পড়বে প্রায় ২ কোটি টাকা৷ এই শিবিরে বিজেপির নির্বাচিত দেড়শো প্রতিনিধি উপস্থিত থাকার পাশাপাশি হাজির থাকবেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় স্তরের নেতারা৷

- Advertisement -

উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিজেপি নেতা বি এল সন্তোষ ও অমিত মালব্য৷ রাজ্যের নতুন পর্যবেক্ষক সুনীল বনশলও আসতে পারেন৷ বিজেপি এই প্রশিক্ষণ শিবির আয়োজন করার জন্য রাজারহাটের বৈদিক ভিলেজের প্রায় ১৫০ টি কটেজ ও সুইট রুম বুক করছে৷ নেতাদের ঘনিষ্ঠদের জন্যও বেশ কিছু সুপার ডিলাক্স কটেজ বুক করছে বিজেপি৷

এতো টাকা ব্যয় করে প্রশিক্ষণ শিবিরকে ভালো চোখে দেখছেন না বিজেপির আদি নেতারা৷ তাঁদের দাবি, গরিব মানুষের কাছে যাওয়ার জন্য যে প্রশিক্ষণ শিবির হবে সেখানে দু’কোটি টাকা খরচ করে এত বিলাসিতা করার কোনো যুক্তি নেই৷ এতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে৷

গেরুয়া শিবিরের বিধোধী দলগুলি বিষয়টা কটাক্ষ করেছে৷ তাদের দাবি, বিজেপি বড়লোকদের দল৷ তাই এতো কোটি টাকা খরচ করে নিজেরা প্রশিক্ষণ শিবির করছে৷ এদিকে দেশে যে কত মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে সেই দিকে বিজেপির কোনো ধ্যান নেই৷