নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ, বিকল্প ভাবছে রাজ্য

0
135

কলকাতা: কিছু দিন আগেই কলকাতা পুরনিগম প্লাস্টিক বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিল৷ কিন্তু কবে থেকে তা শুরু হবে সেই বিষয়ে কিছু বলেনি৷ অবশেষে সেই দিন প্রকাশ করল রাজ্য সরকার৷ ১ জুলাই থেকে নিষিদ্ধ হতে চলেছে ৭৫ মাইক্রোনের সিঙ্গল ইউজ প্লাস্টিক৷

সূত্রের খবর, ১ জুলাই থেকে নিষিদ্ধ প্লাস্টিক৷ এই প্লাস্টিক দিলে দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হবে৷ ক্রেতাকে ৫০ টাকা জরিমানা করা হবে৷ ইতিমধ্যেই দার্জিলিং, সিকিমে এই প্লাস্টিক ব্যবহার সফলতার সঙ্গে নিষিদ্ধ হয়েছে৷ এবার কলকাতা ও শহরতলিতে নিষিদ্ধ করা হবে৷

- Advertisement -

এছাড়াও ১২৫ মাইক্রোনের প্ল্যাস্টিকও বন্ধ করতে চলেছে রাজ্য সরকার৷ বিকল্প হিসেবে কী ব্যবহার করা হবে, তাও ভাবছে সরকার৷ পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, বদল করা হয়েছে জঞ্জাল সংগ্রহের নিয়ম৷ সব বাড়িতে দুটো বালতি থাকবে৷ একটি নীল ও অপরটি সবুজ৷

নীল বালতিতে অপচনশীল আর সবুজ বালতিতে পচনশীল ময়লা রাখার কথা জানিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর৷ ভ্যাটে ফেলা পচনশীল ময়লা থেকে সার তৈরি করা হবে৷ আর অপচনশীল বস্তু যেমন কাঁচ, কাগজ রিসাইকেল করা হবে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে একাংশ৷

প্রসঙ্গত, কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, আসন্ন বর্ষায় জল জমা রোধ করতে খাল ও নর্দমাগুলি পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি৷ তাই আগে থেকেই আধিকারিকরা এই অভিযানে নামতে চলেছেন৷ দোকানদারদের প্লাস্টিকের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেবেন তাঁরা৷

ইঞ্জিনিয়ারদের মতে, এই প্লাস্টিকগুলি বর্ষাকালে পাম্পিং স্টেশন গুলিতে সমস্যার সৃষ্টি করে৷ ফলে জল নামতে আরও সময় লেগে যায়৷ তাই তাঁদেরও দাবি প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমালে বর্ষাকালে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে৷ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে খুশি ইঞ্জিনিয়ারও৷