Kolkata: সন্ধি পুজো শেষ হতেই শুরু হল বৃষ্টি, বর্ষার বিদায় কামড়ে নাস্তানাবুদ শহরবাসী

0
81

কলকাতা: হাওয়া অফিসের আশঙ্কাকে ষোলো আনা সত্যি প্রমাণ করে বৃষ্টি নামল তিলোত্তমায়৷ আগে থেকেই মুখ ভার ছিল আকাশের৷ ঘড়ির কাঁটায় ১২টা ০৭ মিনিট৷ হুড়মুড়িয়ে বৃষ্টি নামল শহর কলকাতায়৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে শহরতলিতেও৷ বৃষ্টির খবর মিলেছে উত্তরবঙ্গ থেকেও৷ ফলে বিদায় বেলায় এটাই বর্ষার শেষ কামড় বলে অনুমান করা হচ্ছে৷

আরও পড়ুন: Kolkata : গঙ্গাকে দূষণ মুক্ত করতে বিসর্জনে নয়া পদক্ষেপ কলকাতা পুরসভার

আলিপুর আবহাওয়া দফতরের তরফে অবশ্য প্রথমে জানানো হয়েছিল, বৃষ্টিতে পণ্ড হতে পারে অষ্ঠমী ও নবমী৷ তবে অষ্টমীর দিন ভর ভ্যাপসা গরম থাকলেও বৃষ্টি হয়নি৷ অনেকেই ভেবেছিলেন, এযাত্রায় তাহলে পুজোটা বিনা বৃষ্টিতেই কাটানো যাবে৷ কিন্তু সে গুড়ে বালি! রাত বাড়তেই নামল বৃষ্টি৷ হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ কয়েকটি জেলায় আজ রাত থেকে আগামী দু’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে৷

যদিও গত সপ্তাহেই দেশ থেকে বর্ষাবিদায় শুরু হয়েছে। ইতিমধ্যে শিলিগুড়ি, মালদহ, মেদিনীপুর থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়েছে৷ তবু বৃষ্টিপাতের সম্ভবনা প্রবল কেন? হাওয়া অফিসের এক আধিকারিকের ব্যাখ্যা, ‘‘উত্তর আন্দামান সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই জেরে অষ্টমীর রাত থেকে ফের বৃষ্টিপাত শুরু হয়েছে৷’’

এদিকে প্রতিমা দর্শনে বেরানো অধিকাংশের হাতেই ছিল না ছাতা কিংবা বর্ষাতি৷ ফলে আচমকা হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে পড়ায় মুহূর্তের মধ্যে অনেকেরই সেজেগুজে বেরানো পোশাক মুহূর্তেই ভিজে জুবুথুব আকার ধারণ করে৷ যার জেরে চরম দুর্ভোগে পড়তে দেখা যায় দর্শনার্থীদের অনেককে৷