
আসানসোল: তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ফের বাড়ল জেল হেফাজত৷ আপাতত আবার তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়ল ১৪ দিন৷ অর্থাৎ আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত কেষ্টার দিন কাটবে কারাগারে৷ শুক্রবার তাঁর আদালতে হাজির ছিলেন আসানসোলের আইনজীবীরা৷
অনুব্রতর আইনজীবী জানিয়েছেন, প্রথম চার্জশিটের কপি দিতে হবে৷ সেই সঙ্গে ভোলেব্যোম রাইসমিলের অ্যাকাউন্ট ডিফ্রিজের আবেদন করা হয়েছিল তার শুনানির সহ অনুব্রত মণ্ডলের বাজেয়াপ্ত মোবাইল ফোনটি ফিরিয়ে দেওয়ার আবেদন করেছেন তাঁরা৷ এরপরই বিচারক রাজেশ চক্রবর্তী আগামী ৯ ডিসেম্বর পরবর্তী মামলার শুনানির দিন ধার্য করেন৷
প্রসঙ্গত, সিবিআইয়ের পাশাপাশি গরুপাচার মামলায় তৎপর ED! গত ১৭ নভেম্বর সকালেই অনুব্রতকে আসানসোল জেলে টানা ৫ ঘণ্টা জেরা করেন দিল্লির ইডি অফিসাররা। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করায় নেতার কাছ থেকে সদুত্তর না মেলায় অনুব্রতকে গ্রেফতার করে ইডির আধিকারিকরা। এরপরই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য রাউস অ্যাভিনিউ আদালতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার আবেদন জানান আধিকারিকরা। কিন্তু রাউস অ্যাভিনিউ আদালতে ইডির আবেদনের শুনানি হওয়ার আগেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত।
অন্যদিকে, দিল্লির যাত্রা আটকাতে মারিয়া অনুব্রত! আর তার ফলেই ইডির উদ্যোগ নষ্ট করতেই দিল্লি হাইকোর্টে পাল্টা মামলা করেছিলেন তিনি। আর সেই মামলার শুনানি ছিল শুক্রবার। তবে আপাতত দিল্লির উদ্দেশ্যে যাত্রা করতে হবে না তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। কারণ মামলার শুরুতেই দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল ইডি। অর্থাৎ পিছিয়ে গেল অনুব্রত-মামলার শুনানি। পরবর্তী শুনানি হতে পারে ১ ডিসেম্বর বলে সূত্রের খবর।