
খাস খবর ডেস্ক: দুই বছরের চুক্তিতে পিএসজি -তে সই করেছেন ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। ভারত তথা বাংলায় মেসির ভক্ত সংখ্যা অগুনতি। আর তারা সকলেই চান পর্দায় মেসিকে লাইভ খেলতে দেখতে। মেসি ভক্তদের কথা মাথায় রেখে এবার সেই উদ্যোগই নিল অ্যামাজন প্রাইম ভিডিও। জানা গিয়েছে, ভারতে প্যারিস লিগ ওয়ান সম্প্রচারের দায়িত্ব নিতে চলেছে অ্যামাজন প্রাইম।
আরও পড়ুন: “লর্ডসে দাদাগিরি চলতেই থাকবে”, সৌরভকে দেখে আবেগপ্রবণ সমর্থকরা
বর্তমানে ব্রডকাস্ট পার্টনার না থাকায় ভারতে কোনও টিভি চ্যানেল বা লাইভ স্ট্রিমিং -এ লিগ ওয়ান সম্প্রচার হচ্ছে না। লিগে অফিসিয়াল ওয়েবসাইটেও এর কোন উল্লেখ নেই। তবে ভারতে মেসি ভক্তদের জন্য সুখবর যে অ্যামাজন এই উদ্যোগ নিয়েছে। প্রতি মরশুমে ২৫০ মিলিয়ন ইউরো খরচে অ্যামাজনের হাতে লিগ ওয়ানের বাকি ম্যাচের ৮০ শতাংশের সম্প্রচারের অধিকার রয়েছে।
আরও পড়ুন: ফুটবল ম্যাচ চলাকালীন মাঠে ‘অনুপ্রবেশকারী’, ভিডিও ভাইরাল
Le Pass Ligue 1 চ্যানেল প্রতি মাসে প্রায় ৩০০ ম্যাচ দেখাবে। ইউরোপে অ্যামাজন প্রাইম ব্যবহারকারীদের প্রতি মাসে ১২.৯৯ ইউরো খরচ হবে। অ্যামাজন এক বিবৃতিতে বলেছে যে, ৬ আগস্ট থেকে প্রাইম ভিডিও লিগ ওয়ান লিগ ওয়ান উবের ইটসের সমস্ত ম্যাচ-রাউন্ড থেকে তিন বছরের জন্য প্রতি সপ্তাহে আটটি ম্যাচ দেখাবে। যার মধ্যে মরসুমের সেরা দশটি পছন্দের ম্যাচও রয়েছে।
অ্যামাজন ইতিমধ্যেই ফ্রান্স এবং ইউরোপ জুড়ে লিগ ওয়ান সম্প্রচারের পরিকল্পনা ঘোষণা করেছে। ফরাসি আইকন এবং বিশ্বকাপজয়ী থিয়েরি হেনরি কভারেজের জন্য বিশেষজ্ঞ প্যানেলে থাকবেন। এই কভারেজের সবচেয়ে ভালো দিক হলো, যেসব ভক্তরা গেম স্ট্রিম করছেন তারা কমেন্ট্রি বন্ধ করতে পারবেন এবং স্টেডিয়ামে দর্শকদের শব্দ শুনতে পাবেন।
প্যারিস সেন্ট জার্মেইন ক্লাবে নেইমার-এম্বাপ্পে-র্যামোসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন মেসি। বার্সেলোনা ছেড়ে মঙ্গলবারই প্যারিসে পাড়ি দিয়েছিলেন মেসি। প্যারিস সেন্ট জার্মেইন ক্লাবের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত দুই বছরের চুক্তিতে সই করেছে মেসি।