কলকাতা: এবার ধস নামল বড়বাজারের রাস্তায়৷ তবে এর সঙ্গে বউ বাজারের মেট্রো বিভ্রাটের কোনও সম্পর্ক নেই৷ সূত্রের খবর, বড়বাজারের বেবোর্ন রোড ফ্লাইওভারের নীচে বেশ কিছুটা অংশ বসে গিয়েছে৷ যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ সংশ্লিষ্ট রাস্তায় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুরকর্মীরা৷ যুদ্ধকালীন তৎপরতায় আসল কারণ জানার চেষ্টা করছেন তাঁরা৷
স্থানীয় সূত্রের খবর: ওই ফ্লাইওভারের নীচে রয়েছে জলের পাইপ লাইন৷ সেই পাইপ লাইন ফেটেই রাস্তায় ধস নেমেছে বলে মনে করা হচ্ছে৷ যার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে বিবাদী বাগ-হাওড়া বাস রুটটি। তবে আজকের মধ্যেই পাইপ লাইনের কাজ করে রাস্তাটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদী পুরকর্তারা৷ সেই লক্ষ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজ৷
পুরসভার এক আধিকারিক জানান, ওই রাস্তায় ধসের বিষয়টি শুক্রবার রাতেই নজর এসেছিল৷ নজরে এনেছিলেন সেখানকার ট্র্যাফিক পুলিশের কর্মীরা৷ এদিন সকালে সেই ধস বড় আকার নেয়৷ তারপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ একই সঙ্গে সংশ্লিষ্ট রুটটি বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে তীব্র যানজটও৷ সমস্যা দেখা দিয়েছে সংশ্লিষ্ট এলাকার জল সরবরাহেও৷ তবে আজকের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছেন পুরকর্তারা৷ বাসিন্দারা অবশ্য বলছেন, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবের জেরেই এমন ঘটনা৷ আগে থেকে নজরদারি নিলে এমন দুভোর্গ হত না৷
আরও পড়ুন: কোন প্রসঙ্গে নিজেদের সাম্প্রদায়িক বললেন Dilip Ghosh