হাবড়া: হাবড়ায় ব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্তকে নিয়ে পুনঃনির্মাণ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। মুলত খুনের দিন কিভাবে ব্যবসায়ী পার্থসারথি বিশ্বাসকে খুন করেছেন সেই বিষয় দেখাচ্ছেন অভিযুক্ত সমীর সরকার ওরফে সাধু৷ সঙ্গে রয়েছেন পুলিশের পদস্থ কর্তারা৷
গত সোমবার সন্ধ্যায় হাবড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে খুন করার অভিযোগ উঠেছিল সমীরের বিরুদ্ধে৷ রীতিমতো চাকুতে করে পার্থসারথী বিশ্বাসকে কুপিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়৷ ঘটনার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার ১৫-২০ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন পার্থ৷ মঙ্গলবার রাতে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ৷
সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ জানা যায়, এক্কেবারে পেশাদার অপরাধীর কায়দায় খুনের অপরাধবোধের লেশ মাত্রও ছিল না অপরাধীর বডি ল্যাঙ্গোয়েজে৷ বরং ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার পর নিজের বেশটাই পাল্টে ফেলেছিলেন অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী৷ নামকীর্তন ও ধর্মকথায় ব্যস্ত ছিল অভিযুক্ত!
যার ফলে আশ্রয়দাতা গুরুভাই কোন ভাবেই বুঝতে পারেনি যে সমীর সরকার ওরফে সাধু সদ্য খুন করে আশ্রয় নিয়েছে তার বাড়িতে। বাদুড়িয়ার দক্ষিন চাত্রা এলাকার যে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় সেই বাড়ির মালিক বলাই চন্দ্র ভাবক মঙ্গলবার রাতে পুলিশের কাছ থেকেই প্রথম জানতে পারেন, সমীর সরকার ওরফে সাধুর কু-কীর্তির কথা। তাঁর কথায়, ‘‘উনি যে কাউকে খুন করেছেন, সেটা পুলিশ না এলে জানতেই পারতাম না৷ ওর মধ্যে অনুশোচনাও দেখা যায়নি৷’’
এদিন অভিযুক্তকে নিয়ে আসা হয় ঘটনাস্থলে৷ সেখানে তিনি ঘটনার পুন:নির্মাণ করে দেখান৷ পুরো প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং করা হয়৷ অভিযুক্তকে সাতদিনের পুলিশি হেফাজতে নিয়েছিল পুলিশ৷ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফের তাঁকে হাজির করানো হবে আদালতে৷ পুলিশ সূত্রের খবর, ফের ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে পুলিশ৷
আরও পড়ুন: ঘরে বউ থাকতে আবার বিয়ে, মদ দোকানে শ্বশুরের কোপে হত জামাই
আরও পড়ুন: সুন্দরবনে ভেঙে পড়া নদী বাঁধ সংস্কারে হাত লাগালেন গ্রামবাসীরাই, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি