রাজাবাজারে আচমকা গাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল

0
38
fire

খাস ডেস্ক: ভরদুপুরে আচমকা গাড়ি আগুন (fire)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে রাজাবাজারে। ভিক্টোরিয়া কলেজের সামনে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। এই মুহূর্তে দমকলের আধিকারিকরা আগুন (fire) নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, এদিন রাজাবাজারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকাই আগুন (fire) লেগে যায়। যার ফলে সোমবার দুপুরে ভিক্টোরিয়া কলেজের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। পাশের একটি গাড়িতেও আগুন (fire) ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-‘পঞ্চায়েত ভোটে জিতবে তৃণমূল’, হেফাজতে থেকেও দলের পাশে Partha Chatterjee

এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। দমকলের আধিকারিকরা আগুন (fire) নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। দমকল আধিকারিকরা জানাচ্ছেন, মূলত গাড়ির চারটি চাকাকে লক্ষ করে জল দিচ্ছেন তাঁরা। দমকল আধিকারিকরা মনে করছেন, টায়ারে আগুন (fire) ধরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

তবে কী কারণে গাড়িটিতে আগুন (fire) লাগল, তা এখনও বোঝা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই আগুন (fire) ধরে যায় দাঁড়িয়ে থাকা গাড়িটিতে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, বিস্ফোরণের শব্দও পেয়েছেন তাঁরা। পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটিও এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দমকল আধিকারিকদের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন (fire) অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানা গিয়েছে। সপ্তাহের প্রথম কাজের দিনে শহরের ব্যস্ত রাস্তায় এই ঘটনার জেরে যানজট তৈরি হয়।

আরও পড়ুন-নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের আদালতে পার্থ-কল্যাণময় সহ ৭