
খাস ডেস্ক: সূর্যের পর এবার শনি। জুলাইতেই রাশি পরিবর্তন করবে শনি। যার জেরে বিরাট পরিবর্তন আসবে। বদলে যাবে একাধিক রাশির জাতকদের জীবন। যদিও এই মুহূর্তে শনিদেব কুম্ভ রাশিতে রয়েছেন। কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই তিনি মকর রাশিতে প্রবেশ করবেন। যার ফলে বেশ কয়েকটি রাশিতে প্রভাব পরবে।
আগামী মাসের ১২ তারিখেই শনিতে মকর রাশিতে প্রবেশ করবে। চলুন এক নজরে দেখে নিন কোন কোন রাশির জীবনে পরিবর্তন আসবে।
আরও পড়ুন- মঙ্গলে সস্তা হল সোনা, কত যাচ্ছে রুপোর দাম, জেনে নিন…
১, মেষ রাশি (Aries) : শনির রাশি পরিবর্তনের প্রভাব ফেলবে এই রাশির জাতকের ওপর। যার ফলে বিপুল পরিমাণে অর্থের ক্ষতি হতে পারে এই রাশি জাতকদের। এছাড়াও প্রভাব পড়বে স্বাস্থ্যের উপর।
২, সিংহ রাশি (Leo) : শনির নজর পড়বে এই রাশির ওপরেও। চাকরিতে বাধা আসতে পারে। এছাড়াও নানান সমস্যার জেরে মানসিক ভাবে চাপে ভুগতে পারে। এর জন্য আজ থেকেই শনি, মঙ্গলবার পুজো দিয়ে নিজেদের বিপদ কাটান।
ধনু রাশি (Sagittari) : শনির প্রকোপ পড়বে এই রাশির ওপরেও। এই রাশির জাতকদের মানসিক অবস্থার অবনতি হতে পারে। কঠোর পরিশ্রম করার পরেও, আপনি শীঘ্রই ফলাফল পাবেন না।