আপনার রাশি অনুযায়ী নতুন বছরের কোন মাস সবচেয়ে অশুভ, জানুন…

0
61

খাস ডেস্ক: নতুন বছর অর্থাৎ ২০২৩ শুরু হতে আর হাতে মাত্র একটা দিন। আজ ২০২২ এর শেষ দিন। নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে আমাদের মনে অসংখ্য আশা-আকাঙ্ক্ষা জন্মায়। গোটা বছর জুড়ে কি কি করবো, কোন মাসে কোন শুভ কাজ টা সম্পূর্ন করতে পারবো, সেই সব নিয়ে আমরা অনেক আগে থেকেও প্ল্যানিং করে থাকি। কিন্তু অনেক সময়েই আমদের প্ল্যান নষ্ট হয়ে যায়। তাই এবার আগে থেকেই শুভ-অশুভ মাস জেনে তার পর প্ল্যান করুন।

কিন্তু আপনি কি জানেন? নতুন বছরের কোন মাস আপনার রাশি অনুযায়ী অশুভ? নাকি কোন কোন মাসে আপনি যেকোনও শুভ কাজ করতে পারবেন না? তাহলে চলুন আজ এক নজরে দেখে নিন আপনার রাশি অনুযায়ী নতুন বছরে কোন কোন মাস আপনার জন্য শুভ নয়….

- Advertisement -

মেষ: এই রাশির জাতক-জাতিকাদের জন্য সারা বছর জুড়েই উত্থান-পতনে লেগেই থাকবে। আপনার ব্যক্তিগত হোক বা পেশাগত জীবন খুব জটিল হয়ে উঠবে। তবে নতুন বছরের অক্টোবর মাসে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অক্টোবর মাসে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।

বৃষ: এবছর আপনি আপনার পেশাগত জীবনে অনেক ভাল সময় কাটাবেন। তবে এপ্রিল মাসে আপনাকে সাবধানে থাকতে হবে।

মিথুন: নতুন বছরে আপনার কঠিন সময় কাটবে। বিশেষ করে নভেম্বর মাসে আপনাকে খুব সতর্ক থাকতে হবে।

কর্কট: আপনি নতুন বছরে অনেক সুযোগ পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা হবে। বিশেষ করে অগাস্ট মাসটি খুবই শুভ। তবে বছরের শেষে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। ডিসেম্বরে আপনাকে একটু সাবধানে থাকতে হবে।

সিংহ: এই বছরটি সিংহর জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস সবচেয়ে কঠিন। এই মাসে আগত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।

কন্যা: ২০২২ সাল কন্যার জন্য চ্যালেঞ্জে পূর্ণ ছিল। কিন্তু নতুন বছর আপনার জন্য ভাল হতে চলেছে। তবে ২০২৩ সালের অগাস্ট মাসে সময়টি আপনার জন্য কিছুটা চাপের হতে পারে।

তুলা: নতুন বছর আপনাকে চাপের পরিস্থিতিতে পরীক্ষা করতে পারে। নতুন বছরের সেপ্টেম্বর মাস আপনার জীবনে সবচেয়ে বেশি সমস্যা নিয়ে আসতে পারে। এই সময়, আপনি খুব সাবধানে থাকবেন।

বৃশ্চিক: বৃশ্চিকের জন্য ২০২৩ সাল অনেক বড় উত্থান-পতন নিয়ে আসতে পারে। মে, বছরের পঞ্চম মাস আপনার জন্য সবচেয়ে কঠিন হতে চলেছে।

ধনু: বছরের শেষের দিকের সময়টা আপনার জন্য খুব ভাল। জুলাই মাস আপনার জন্য অশুভ হতে পারে।

মকর: নতুন বছরে মকর রাশির জাতকদের জন্য অনেক কিছু বিশেষ হতে চলেছে। আপনার রাশিচক্রে জেরে ফেব্রুয়ারি মাসে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন।

কুম্ভ:২০২৩ সাল কুম্ভ রাশির জাতকদের

জীবনে মিশ্র ফল আসবে। এই বছরের শুরুটা আপনার জন্য খুব ভাল হবে। তবে, জুন মাসে আপনার জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে।

মীন: ২০২৩ সালটি মীন রাশির জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে। বছরের তৃতীয় মাসে বড় উত্থান-পতনের সম্মুখীন হতে হবে।