আজকের রাশিফল: ২৩ জুন ২০২১

0
124

আজকের রাশিফল: ২৩ জুন ২০২১

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সারাদিন জুড়ে পাওনাদারের তাগাদা অব্যহাত থাকবে। আত্মীয় বা বন্ধুর অসুস্থতার সংবাদ আপনাকে নিরাশ করবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকুন। আর্থিক ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি নেওয়া ঠিক নয়। অযথা প্রশাসনিক হয়রাণির সম্মূখীন হতে সাবধান।

- Advertisement -

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দাম্পত্য সুখ শান্তি হবে ব্যহত। অবিবাহিতদের বিয়ের আলোচনায় রহস্যজনক বাধা আসবে। নব দম্পতিদের কলহের আশঙ্কা প্রবল। অংশিদারী ব্যবসা বাণিজ্যে দেখা দেবে বিরোধ বা ভাঙ্গন। একক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যয় সংকোচনে খেয়াল দিতে হবে। বুধ বক্রী কেটে যাওয়ার কারনে নতুন ব্যবসায়ীক পরিকল্পণা করতে পারেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার শারীরিক অবস্থা ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মীদের আচরনে কষ্ট পেতে পারেন। নিজের রাগ জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। আজ মূল্যবান নথি পত্র শামলে রাখার চেষ্টা করুন। দৈনন্দিন ব্যয় মিটানোর ক্ষেত্রে আর্থিক বাধা বড় হতে পারে। কর্মজীবনে গোপন শত্রুতার শিকার হতে হবে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার সন্তান বিষয়ে সতর্ক হতে হবে। সন্তানের পড়াশোনা ও গতিবিধি নজরে রাখতে ব্যার্থ হলে তার পরিনাম ভালো হবে না। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে আরো বিশ্বাস অর্জন করতে হবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে বারবার প্রতারিত হওয়ার আশঙ্কা।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার পারিবারিক প্রত্যাশা পূরণে বাধা আসবে। আত্মীয় স্বজনের ষঢ়যন্ত্রের কারনে হারাতে পারেন শেষ সহায় সম্বল। গৃহ ভূমি ও আবাসন সংক্রান্ত জটিলতায় অর্থ দন্ডর আশঙ্কা প্রবল। আজ যানবাহন নিয়ে কিছুটা বিপাকে পড়তে পারেন। যান্ত্রিক গোলোযোগের কারনে আর্থিক ক্ষতির ভয়।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। যোগাযোগে সফল হওয়ার আশা। আর্থিক উন্নতিতে অনলাইনের পণ্য ও সেবা ব্যবসায় সফল হওয়ার আশা। ছোট ভাই বোনের বিদেশ যাত্রায় বাধা আসতে পারে। প্রকাশক ও মিডিয়া কর্মীদের দূর্ণাম বদনাম বা অপবাদের সম্মূখীণ হতে হবে। প্রতিবেশীর সাথে সম্পর্কের অবনতির ভয়।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার সঞ্চয়ের সুযোগ কম। বহু দিন আগের ধার দেওয়া টাকা আদায়ের চেষ্টা সফল হতে পারে। রেস্তোরা ও বৈদেশিক খাদ্য ব্যবসায়ীরা কাঙ্খীত আয় রোজগারের সুযোগ পাবেন। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সুযোগ রয়েছে। আত্মীয় কুটম্বর সাহায্য লাভের আশা।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির। সামাজিক সাঙ্গঠনিক কাজে আপনার শত্রুরা থাকবে সক্রীয়। চাকরিজীবীরা কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিলে সতর্ক থাকবেন। পদস্ত কর্মকর্তার সাথে চলতে থাকা মনমালিণ্য কাজের অগ্রগতিকে ব্যহত করবে। শারীরিক ও মানসিক সুস্থতাই আপনার আজকের দিনের হাতিয়ার।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি দূরের যাত্রার। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসী আত্মীয় স্বজনের সাথে দেখা দেবে মনমালিণ্য। বৈদেশিক ব্যবসায় নানা রকম শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা আপনার মানসিক চাপ বাড়াবে। সরকারী কার্মকর্তা কর্মচারীরা উৎকোচের জন্য আপনাকে বারবার বাধা দিতে চেষ্টা করবে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার বন্ধু ভাগ্য মিশ্র যাবে। বকেয়া ব্যবসায়ীক পাওনা আদায়ের ক্ষেত্রে রহস্যজনক জটিলতা অব্যাহত থাকবে। আয় রোজগারের চেষ্টায় বক্র পথে অগ্রগতি। বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে দেখা দেবে তর্ক বিতর্ক ও ভুল বুঝাবুঝি। নিজের ধৈর্য্যের বাধ ধরে রাখতে হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): কুম্ভের জাতক জাতিকার আজ সাঙ্গঠনিক ও দাপ্তরিক কাজে রহস্যজনক জটিলতা দেখা দেবে। রাজনৈতিক প্রভাবশালী নেতার সাহায্য লাভের আশা বিনা অর্থে হবে না। ব্যবসা বাণিজ্যে পিতার সাথে দেখা দেবে মনমালিণ্য। চাকরি সংক্রান্ত কোনো তদবিরের জন্য অর্থ দেওয়ার তাড়া থাকলেও তা কয়দিন পরে দেওয়া ভালো।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মীনের জাতক জাতিকার দিনটি ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য বলবান। কোনো দাতব্য কাজের সাথে যুক্ত হতে পারবেন। শিক্ষক ও গবেষকদের সুনাম সম্মান বৃদ্ধির দিন। বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি লাভের চেষ্টায় সাফল্য পেতে পারেন। গুরুজন বা শিক্ষকের সাথে সম্পর্কের টানাপোড়ন কমাতে হবে।