আজকের রাশিফল: মঙ্গলবার ১৩ জুলাই ২০২১

0
138

আজকের রাশিফল: মঙ্গলবার ১৩ জুলাই ২০২১

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার প্রত্যাশা পূরনের দিন। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবার পরিজন ও আত্মীয়দের সাহায্য থেকে বঞ্চিত হতে পারেন। মায়ের শারীরিক অবস্থা ভালো নাও যেতে পারে। কাজ কর্ম না থাকাতে ছাড়তে হবে সাধের নগরী। ফিরতে পারেন গ্রমের বাড়িতে। যানবাহন ব্যবসায়ীদের লাভের আশা।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশি যোগাযোগ এর ক্ষেত্রে সফলতা আসলেও চলমান স্থবিরতার কারনে আভ্যন্তরীন যোগাযোগের জটিলতা ব্যবসায়ীক ক্ষেত্রে ভোগাবে। গনমাধ্যম এর কাজে সাংবাদিক ও কর্মীরা বাধা বিপত্তির শিকার হবেন। কিছু কিছু ক্ষেত্রে প্রশাসিনক জবাবদিহিতায় পড়তে হবে।

- Advertisement -

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ধৈর্য্যরে সাথে পার করতে হবে। চলমান ব্যবসা বাণিজ্য ও কর্মের উন্নতিতে আসা অনাকাঙ্খীত বাধা মানসিক ভাবে আপনাকে চাপে ফেলবে। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি নয় হবে অবনতি। আত্মীয় স্বজনদের পাশে দাড়াতে হবে। খাদ্য ও রেস্তোরা ব্যবসায়ীদের উপর কোনো কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার মনের জোড় বাড়াতে হবে। হটাৎ করেই চলে আসা ব্যবসায়ীক স্থবিরতা আপনাকে ধৈর্য্যর সাথে মোকাবেলা করতে হবে। দুঃসময় চিরস্থায়ী হবেনা। তবে এ সময়ে কর্মস্থলে অবশ্যই ধৈর্য্যশালী হতে হবে। কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে। পেতে পারেন কাজের পুরষ্কার।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): সিংহর জাতক জাতিকার দিনটি ব্যয়বহুল হতে পারে। ব্যবসায়ীক ক্ষেত্রে পরিবহন সহ নানা রকম ব্যয় বৃদ্ধির কারনে আশানুরুপ লাভের আশা কম। পরিবহন ব্যবসায়ীকে আজ প্রশাসনিক জটিলতা থেকে সাবধান হতে হবে। আইনগত জরিমানার আশঙ্কা প্রবল। পুরোন কোনো জটিলতার কারনে অনাকাঙ্খীত অর্থ ব্যয় হবে।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি মোটের উপর ভালো। বড় ভাই বোনের শারীরিক অবস্থা খারাপ হতে পারে। বন্ধুর আচরনে কষ্ট পাবেন। আর্থিক উন্নতির চাকাকে হটাৎ থামিয়ে দেওয়াতে ব্যবসায়ীক চিন্তার পরিবর্তন করতে হবে। ই-কমার্সের ব্যবসায় সফল হতে পারবেন। প্রবাসী বন্ধু অসুস্থ হয়ে পড়বে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি বাধা বিপত্তির। জীবিকার সকল পথবন্ধ হয়ে যাওয়াতে মানসিক ভাবে থাকবেন বিদ্ধস্ত। চাকরিজীবীরা পদস্ত কর্মকর্তাদের অনৈতিক অত্যাচার মুখ বুঝে সহ্য করতে থাকবেন। পিতার শারীরিক অসুস্থতা সংক্রামন বিষয়ে আতঙ্কীত করতে পারে। রাস্তাঘাটে প্রশাসনিক ব্যক্তির সাহায্য লাভ।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর ): বৃশ্চিক রাশির দিনটি ভাগ্য বিড়ম্বনার। ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা বিত্তির কারনে মন খারাপ থাকবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাকে হতে হবে মনযোগি। যুগের সাথে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। কর্ম সংশ্লিষ্ট পড়াশোনা না করলে আয় রোজগার বাড়ানো সম্ভব হবে না। ঘুড়বেনা ভাগ্যের চাকা।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি সতর্কতার। পাওনাদারের তাগাদায় হবেন অতিষ্ঠ। ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে যাবেন না। বেপড়োয়া মনোভাবের কারনে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা জরিমানার সম্মূখীন হতে পারেন। অগুন ও ধারালো অস্ত্র দিয়ে ছেলেখেলা না করাই ভালো। শেয়ার ব্যবসায়ীরা গুজবে কান দিয়ে বিপদে পড়তে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি ): মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। জীবন সাথীর শারীরিক অবস্থা কিছুটা ভোগাবে। মাঝারি ব্যবসায়ীরা নানা রকম ঋণের দায়ে জড়িয়ে পড়তে পারেন। অহেতুক জীবন সাথীর সাথে বিবাদে না জড়ানোই ভালো। অবিবাহিতদের বিয়ের আশা এখন এক নিরাশার নাম। ঘটা করে আর বিয়ের আশা না করাই ভালো।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ফেব্রুয়ারি ): কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ অবশ্যই শারীরিক ভাবে সতর্ক হতে হবে। মানসিক অস্থিরতা ও শারীরিক অসুস্থতা আপনাকে ভোগাবে। কাজের লোক বা পারিবারিক কাজ কর্ম নিয়ে বিরোধ এড়িয়ে চলুন। মানসিক ভাবে চাঙ্গা থাকার চেষ্টা করুন। সহকর্মীদের সাথে অহেতুক তর্কে না জড়ানোই ভালো।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকারপ্রেম ভালোবাসার জন্য দিনটি খুব একটা ভালো নয়। সৃজনশীল পেশাজীবীদের কাজে চলমান বাধা আর্থিক ভাবে করবে ক্ষতিগ্রস্ত। সন্তানের উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। অণৈতিক প্রেম ভালোবাসার কারনে ঘটতে পারে দূর্ঘটনা।